সময়ের সাহসী লেখক

কবি ,সাহিত্যিকদের সম্পর্কে যে সব ধারণাগুলো ছিলো, এখন তা ক্রমশ বদলাচ্ছে৷ বর্তমানে সাহিত্যিকরা বেশ স্মার্ট হন৷ তারা একটু নিজেদের লেখালিখির বিষয়টি প্রচার করেন৷ কিন্তু হোঁচট খেয়েছি মাসকাওয়াথ আহসানের কাছে এসে৷ এখনো মনে পরে ডয়চে ভেলেতে এসেছি সদ্য৷ একদিন আড্ডা দিচ্ছিলাম দুজনে৷ বলেছিলাম কয়েকটা দিন বাংলা বইটই পড়িনি, কেমন যেন লাগছে৷

জবাব মিলেছিলো আমার কাছে গোটাকতক আছে ,নিতে পারো৷ বোঝেন -ইতো কৌতুহলী বাঙালীর মন৷ জিজ্ঞেস করেছিলাম কার লেখা৷ নিস্পৃহ জবাব -- আমার৷ তখনই মনে পড়লো আরে বলেছিলেন বটে আমার এক হবিগজ্ঞের বন্ধু, উনি বেশ চমত্ কার লেখেন৷ দেখবো তো কেমন লেখা উনার৷

প্রথম পেয়ে ছিলাম সতত হে নদ৷ প্রবাসী বাঙালী শক্তির চরিত্রটা কেমনতর লাগলো৷ স্বার্থপর , একগুয়ে খানিকটা উচ্চাভিলাষী৷ অস্থির মাতৃভূমির জন্য তৃণার কানাডায় পাড়ি দেওয়াটা মন খারাপ করার মত ঘটনা৷ আর মিদুর যে চরিত্র লেখক একেছেন তাতে সেই সব অভিভাবকরা ঝাঁকুনি খাবেন, যারা নিজেদের সন্তানদের প্রথাগত ইদুর দৌড়ে সামিল করাতে চান৷

বইটা পড়ে পরদিন মাসকাওয়াথ ভাইকে জিজ্ঞেস করলাম এরপর কোন বইটা পাবো৷ দিয়েছিলেন ওপারে ভাসালে ভেলা৷ জার্মানীতে প্রবাসী দক্ষিণ এশিয়ার লোকদের জীবনযাত্রার উপর ভিত্তি করে রচিত এই উপন্যাস৷ মারভি,নঈমের মধ্যে প্রগাঢ় বন্ধুত্বকে টিপিক্যাল দক্ষিণ এশিয়ার লোকেরা বাঁকা চোখে দেখবেন ঠিকই, কিন্তু লেখকের আধুনিক মনন, নিঃসন্দেহে পাঠকদের সামনে পরিষ্কার হয়ে যাবে৷

না, সব বই পড়ার সৌভাগ্য আমার হয়নি৷ তবে আকাঙ্খার শহর বইটা হাতে এসেছিলো৷ মাটির কাছাকাছি থাকা শামার নাগরিক জীবনের সাথে খাপ না খেতে পারাটা মনকে একটু কষ্ট তো দেবেই৷ আর ফাহিমের মত মুখোশ পরা মানুষ ? একটু চোখ মেলুন, প্রচুর দেখবেন৷

উগ্র দক্ষিণপন্থার বিরূদ্ধে সোচ্চার মাসকাওয়াথ ভাই৷ এক সাথে কাজ করতে গিয়ে বারবার তার প্রমাণ মিলেছে৷ আপনারা হয়তো বলবেন ওহো, বুঝেছি৷ মৌলবাদ বিরোধী শক্তির শরিক৷ এখানেই আমার আপত্তি৷ মূল শব্দ থেকে এসেছে মৌলবাদ শব্দটি৷ প্রবাসে থেকেও তিনি কিন্তু নিজের মূলের কথা বিস্মৃত হন নি৷ শেকড়ের টান যে কি তীব্র, তার প্রমাণ মিলেছে অদ্ভুত আঁধার এক উপন্যাস থেকে৷ সেই সাথে বিশ্বময় ঊগ্র দক্ষিণপন্থী শক্তিগুলোর বিষময় নিঃশ্বাসের কথা লেখক জানিয়েছেন নির্ভীক ভাবে৷

ধর্ম ব্যবসায়িরা সঙ্গত কারণেই এধরণের কলমের বিষয়ে শঙ্কিত হবেন৷ আর অনুজপ্রতিম হিসেবে আমি চাইবো, অশুভ শক্তির রোষানলকে তোয়াক্কা না করে মাসকাওয়াথ আহসানের মসি শক্তি দিন দিন বেড়ে উঠুক৷ আমি কি বেশি চেয়ে ফেললাম? না বোধহয়৷ আপনারা কি বলেন?



চঞ্চল ভট্টাচার্য্য,
বন, জার্মানী৷